আগরতলা, ১৮ ডিসেম্বর : ভারত-বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখলেন সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) কলকাতাস্থিত ইস্টার্ন কমান্ডের সদর কার্যালয়ের এডিজি রবি গান্ধী। দুইদিনের সফরে মঙ্গলবার ত্রিপুরায় আসেন তিনি।
বুধবার সিপাহীজলা জেলার সোনামুড়ার এনসি নগর বিওপি’তে গুরুত্বপূর্ণ বৈঠক করেন কলকাতাস্থিত ইস্টার্ন কমান্ডের সদর কার্যালয়ের এডিজি রবি গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব জেকে সিনহা, রাজ্য পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন এবং বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি একে শর্মা।
এদিকে, এদিন রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লুর সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হন সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) কলকাতাস্থিত ইস্টার্ন কমান্ডের সদর কার্যালয়ের এডিজি রবি গান্ধী ও বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি একে শর্মা। সাক্ষাতের সময় বিএসএফ’র এডিজি ত্রিপুরায় সীমান্তের বর্তমান পরিস্থিতি এবং সীমান্তরক্ষী বাহিনীর প্রস্তুতি সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন।