রাণীরবাজারে সাত দিনব্যাপী ত্রিপুরেশ্বরী কুম্ভমেলা শুরু ২৫ ডিসেম্বর, খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি সভা

জিরানীয়া, ১৮ ডিসেম্বর : ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি রাণীরবাজারে ত্রিপুরেশ্বরী কুম্ভমেলা অনুষ্ঠিত হবে। সাত দিনব্যাপী এই মেলাকে সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার জিরানীয়া মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা। প্রস্তুতি সভায় খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরেশ্বরী কুম্ভমেলাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন।

সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সহকারি সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়ক স্বপ্না দেববর্মা, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, রাণীরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক মেঘা জৈন, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা, মহকুমা পুলিশ আধিকারিক কমল কৃষ্ণ কলই এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

প্রসঙ্গত, এই ত্রিপুরেশ্বরী কুম্ভমেলাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য কর গিয়েছে গতবছর। রাজ্য ও বহিঃরাজ্য থেকে প্রচুর সংখ্যায় সাধুসন্ন্যাসী মেলায় সামিল হন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লোকসমাগম হয়। এই ত্রিপুরেশ্বরী কুম্ভমেলা এখন বলা যায় বাৎসরিক উৎসবে পরিণত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *