কদমতলা, ১৮ ডিসেম্বর : বাংলাদেশি এক অপ্রাপ্তবয়স্ক মেয়ে ও এক মহিলা আটক কদমতলা থানার পুলিশের হাতে। মঙ্গলবার রাতে ইচাইটুলগাঁও এলাকা থেকে আটক করা হয়েছে তাদের।
মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ ইচাইটুলগাঁও এলাকায় রাস্তার উপর সন্দেহজনকভাবে তাদের ঘুরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। তাদের জিজ্ঞেস করে জানতে পারে অবৈধভাবে কাজের সন্ধানে বাংলাদেশ থেকে ত্রিপুরায় অনুপ্রবেশ করেছে তারা। তাদের কাছে কোন পাসপোর্ট বা বৈধ কাগজ নেই। তখন ঘটনাস্থল থেকে আটক করে তাদের নিয়ে আসা হয় কদমতলা থানায়। পরবর্তীতে কদমতলা থানার পুলিশ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে। বুধবার সকল আইন প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়। কদমতলা থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের বাড়ি বাংলাদেশের নিরা থানাধীন সিকান্দার পাড়া এলাকায়।