কাঞ্চনপুর, ১৮ ডিসেম্বর : অবিবাহিত পরিচয় দিয়ে যুবতীর সাথে প্রতারণার অভিযোগ টিএসআর জওয়ান সুবিমল চাকমার বিরুদ্ধে। ঘটনা ধামাচাপার চেষ্টার অভিযোগ পুলিশ কনস্টেবল সুজিত চাকমার বিরুদ্ধে। কাঞ্চনপুর থানার পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট নির্যাতিতা।
উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর থানার এক পুলিশ কনস্টেবল সুজিত চাকমা স্বঘোষিত সমাজপতি সেজে কাঞ্চনপুর থানায় চাকমা সমাজ থেকে আগত বহু নারী নির্যাতনের মামলাকে প্রভাবিত করেন বলে চাঞ্চল্যকর অভিযোগ করেন দশদা এলাকার এক চাকমা যুবতী। ওই চাকমা যুবতী গত ১৩ নভেম্বর কাঞ্চনপুর থানায় এক লিখিত অভিযোগ করেন টিএসআর ১৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানের বিরুদ্ধে। জওয়ান সুবিমল চাকমা নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি প্রদানের মাধ্যমে তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে।
শুধু তাই নয় ১৩ নম্বর ব্যাটেলিয়ানের নিকট ঊড়িছড়া গ্রামে একটি ঘর ভাড়া করে ওই যুবতীকে সাথে নিয়ে বসবাস করতে শুরু করে। পরবর্তী সময়ে যুবতী জানতে পারেন সুবিমল চাকমা বিবাহিত। তখন তিনি সুবিমল চাকমার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু ওসি মামলা লিপিবদ্ধ করেননি। সুজিত চাকমা স্বঘোষিত সমাজপতি সেজে অভিযোগকারীনিকে বারবার ফোনে হুমকি দিতে থাকেন। পরবর্তী সময়ে চাপের মুখে মামলা লিপিবদ্ধ করতে বাধ্য হন থানার ওসি উদ্যম দেববর্মা।
কিন্তু মামলা নথিভুক্ত করতে বাধ্য হলেও কনস্টেবল সুজিত চাকমা ওসি উদ্যম দেববর্মা আইও নরেন রিয়াং নারী নির্যাতনের এই মামলাকে কেন্দ্র করে সুবিমল চাকমার কাছ থেকে টাকা নিতে থাকেন বলে অভিযোগ। নির্যাতিতা যুবতী তার অভিযোগ সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন। তিনি অভিযুক্ত টি এস আর জওয়ান সুবিমল চাকমাকে গ্রেফতারের দাবি জানান। সাথে স্বঘোষিত সমাজপতি পুলিশ কনস্টেবল সুজিত চাকমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেন।