পুতিনের চরিত্রে অভিনয় করতে চান ডিক্যাপ্রিও

অনলাইন ডেস্ক, ২১ মার্চ ।। হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের চরিত্রে অভিনয় করতে চান তিনি। ‘দ্য রেভেন্যান্ট’ ছবির প্রচারের সময় জার্মানির ‘ওয়েল্ট অ্যাম সনট্যাগ’ পত্রিকায় দেয়া সাক্ষাতকারে ডিক্যাপ্রিও বলেন, ‘রাশিয়ার ইতিহাস নিয়ে আরও অনেক ছবি তৈরি করা উচিত। কারণ এগুলো শেক্সপিয়ারের গল্পের চেয়ে কোনো অংশে কম নয়। একজন অভিনেতা হিসেবেই বিষয়টি আকর্ষণীয়।

অভিনয়ের জন্য লেলিন চরিত্রটি দারুণ। পুতিন চরিত্রে অভিনয় করার সুযোগ পেলেও খুশি হবো’

২০১০ সালে বিপন্ন সাইবেরিয়ান বাঘকে বিলুপ্তির হাত থেকে বাঁচানো বিষয়ে আয়োজিত এক কনফারেন্সে অংশ নিতে গিয়ে ডিক্যাপ্রিওর সঙ্গে দেখা হয়েছিল ভ্লাদিমির পুতিনের। তিনি তখন ছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী। কনফারেন্সে ডিক্যাপ্রিওর প্রশংসা করেছিলেন পুতিন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর তিন সপ্তাহ গড়িয়েছে। হামলায় বিধ্বস্ত হয়েছে শহরের পর শহর। মৃত্যু হয়েছে হাজারো মানুষের। আশপাশের দেশগুলোতে শরণার্থী হিসেবে পাড়ি জমিয়েছেন লক্ষাধিক ইউক্রেনীয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *