আগরতলা, ১৭ ডিসেম্বর : ভারতবর্ষের বৈচিত্রময় সংস্কৃতি ও ঐক্যকে উর্ধে তুলে ধরতে এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক অনন্য প্রয়াস। ন্যাশনাল ক্যাডেট কর্পস তথা এনসিসি বিভিন্ন রাজ্যের ভাষা, ঐতিহ্য, পারস্পরিক বোঝাপড়া এবং একে অন্যকে শ্রদ্ধা করার একটি মঞ্চ। মঙ্গলবার সকালে আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাস স্টেডিয়ামে আয়োজিত এনসিসি’র এক ভারত শ্রেষ্ঠ ভারত শিবিরের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু একথা বলেন।
শিবিরের উদ্বোধন করে রাজ্যপাল আরও বলেন, এধরণের শিবিরের মাধ্যমে জাতীয় সংহতি গড়ে উঠে, সৌভ্রাতৃত্ববোধ জাগ্রত হয় যা মহান ভারত গঠনে উদ্বুদ্ধ করে। এই শিবির ক্যাডেটদের আমাদের মহান দেশকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। এই শিবিরে দিল্লি, পশ্চিমবঙ্গ, সিকিম, ত্রিপুরা, মণিপুর, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম এবং মেঘালয় থেকে প্রায় ৫০০ এনসিসি ক্যাডেট অংশ নিয়েছে। এই শিবির আগামী ২৭ ডিসেম্বর শেষ হবে। রাজ্যপাল ক্যাডেটদের সঙ্গে মত বিনিময় করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিলচরস্থিত এনসিসি’র গ্রুপ হেড কোয়ার্টারের গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার কপিল সুদ। উপস্থিত ছিলেন ১৩-ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র কমান্ডিং অফিসার সি রাজশেখর ও এনসিসি’র অন্যান্য আধিকারিকরা।