পাঁচ দফা দাবি আদায়ে গন্ডাছড়া পূর্ত দপ্তরে ডেপুটেশন রাইমাভ্যালি ব্লক কংগ্রেসের

গন্ডাছড়া, ১৭ ডিসেম্বর : ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার বিভিন্ন এলাকার বেহাল দশায় পরিণত হওয়া রাস্তাঘাট ব্রিজ নিয়ে এবার সরব হল রাইমাভ্যালি ব্লক কংগ্রেস। গন্ডাছড়া পূর্ত দপ্তরে গণডেপুটেশন এবং বিক্ষোভ প্রদর্শন করল রাইমাভ্যালি ব্লক কংগ্রেস।

মহকুমা সদরের কংগ্রেস ভবন থেকে দলীয় কর্মী সমর্থকদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গন্ডাছড়ার বিভিন্ন পথ পরিক্রমা শেষে মহকুমা পূর্ত অফিসের সামনে পৌঁছে। পূর্ত দপ্তরের সামনে কিছুক্ষন বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস দলের কর্মী সমর্থকরা। এরপর সেখান থেকে পাঁচ জনের এক প্রতিনিধিদল পূর্ত দপ্তরের এসডিও -র সঙ্গে স্বাক্ষাৎ করেন এবং পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন প্রতিনিধিরা।

পাঁচ দফা দাবি পূরণের জন্য পূর্ত আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে দীর্ঘ আলোচনা করেন কংগ্রেস প্রতিনিধিরা। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল গন্ডাছড়া -আমবাসা সড়ক, গন্ডাছড়া -অমরপুর সড়ক এবং গন্ডাছড়া -রইস্যাবাড়ী সড়কের মানোন্নয়ন ঘটিয়ে ডবল লেন করতে হবে। গন্ডাছড়া মহকুমার বিভিন্ন স্থানে অর্ধ সমাপ্ত ব্রিজগুলির কাজ অবিলম্বে সম্পন্ন করতে হবে। গন্ডাছড়া মহকুমা হাসপাতালের পুরাতন দালানবাড়ীর মেরামতির কাজ দ্রুত সম্পন্ন করা ইত্যাদি।

প্রতিনিধি দলে ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, কিশোর চাকমা, যুবনেতা রাজীব চাকমা প্রমুখ। ডেপুটেশন শেষে গন্ডাছড়া বাজারে পাঁচ দফা দাবির সমর্থনে এক পথসভায় মিলিত হন কংগ্রেস দলের কর্মী সমর্থক এবং নেতৃত্বরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *