উদয়পুর, ১৭ ডিসেম্বর : দীর্ঘদিন ধরে গোমতী জেলার উদয়পুর রাজর্ষি কলা ক্ষেত্রের আশেপাশের এলাকার বাসিন্দারা পানীয় জলের তীব্র সংকট নিরসনের জন্য দাবি জানিয়ে আসছিল জল সম্পদ দপ্তরে। অবশেষে মঙ্গলবার রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত দিয়ে দশ হাজার জিপিএইচ ক্ষমতাসম্পন্ন ডিপ টিউবওয়েলের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, মহকুমা শাসক ত্রিদিব সরকার সহ জল সম্পদ দপ্তরের আধিকারিকরা। মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় পানীয় জলের তীব্র সংকট ছিল। অবশেষে আজকে তার নিরসনের ব্যবস্থা হয়েছে। এখন এলাকায় জলের আর সমস্যা থাকবে না বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
তিনি আরও বলেন, শুধু রাজর্ষি কলাক্ষেত্রের সন্নিকটে পানীয় জলের সমস্যার সমাধান নয় পুরো উদয়পুর এলাকায় মানুষের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য বর্তমান সরকার কাজ চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্যকে সুরক্ষিত করার অন্যতম উপায় হল পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা। সেই লক্ষ্যকে সামনে রেখে বর্তমান বিজেপি সরকার কাজ চালিয়ে যাচ্ছে। আগামীদিনও মানুষকে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার জন্য সরকার কাজ চালিয়ে যাবে, এই প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।