অনলাইন ডেস্ক, ২১ মার্চ।। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ ও রাশিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ের আলোচনার ব্যবস্থা করার চেষ্টা করছে ইসরায়েল। আর জেরুজালেমই ‘শান্তির জন্য সঠিক স্থান’ হতে পারে। খবর আল জাজিরা।
রবিবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আলোচনার একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন।
এই প্রচেষ্টার জন্য তিনি ইসরায়েলের কাছে কৃতজ্ঞ বলেও জানান।
আরও বলেন, ইসরায়েল চাইছে খুব শিগগিরই যাতে এই আলোচনা শুরু হয়। সম্ভবত এটি জেরুজালেমে হতে যাচ্ছে।
জেরুজালেম প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘শান্তি খুঁজে পাওয়ার এটাই সঠিক স্থান। যদি সম্ভব হয়।’
এ দিকে সিএনএনে রবিবার প্রচারিত একটি সাক্ষাৎকারে ফরিদ জাকারিয়াকে জেলেনস্কি বলেন, ‘আমি মনে করি আলোচনা ছাড়া আমরা এই যুদ্ধের অবসান ঘটাতে পারব না।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত বলেও জানান তিনি। পাশাপাশি সতর্ক করে দেন, চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত ‘এটি তৃতীয় বিশ্বযুদ্ধে’ মোড় নিতে পারে।
জেলেনস্কি বলেন, ‘আমাদের নির্মূল করতে, আমাদের হত্যা করার জন্য’ রুশ বাহিনী ইউক্রেনে প্রবেশ করেছে। কিন্তু ইউক্রেন কিছুতেই তার দেশের সার্বভৌমত্ব বা অখণ্ডতা বিনষ্ট হতে দেবে না।