শান্তিরবাজার, ১৫ ডিসেম্বর : গণধর্ষণের ঘটনায় জড়িত পাঁচ যুবককে গ্রেফতার করল দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার থানার পুলিশ। শনিবার শান্তিরবাজার থানার অধীনে থাকা এক নাবালিকার পরিবারের পক্ষ থেকে পাঁচ যুবকের বিরুদ্ধে ধর্ষণে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
জানা যায় পাঁচ যুবকের মধ্যে এক যুবক বাড়ি থেকে নাবালিকাকে অপহরণ করে পাইখোলার মহোনদাইরা এলাকায় একটি রাবারবাগানে নিয়ে যায়। সেখানে পাঁচ যুবক মিলে রাতভর নাবালিকাকে গনধর্ষণ করে বলে অভিযোগ। পরের দিন সকালবেলায় নাবালিকা বাড়িতে ফিরে এসে তার মাকে সব ঘটনা জানায়। এই গণধর্ষনের ঘটনায় পাঁচ যুবকের বিরুদ্ধে মনপাথর পুলিশ ফাঁড়ীতে লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবারের লোকজন।
অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে মনপাথর ফাঁড়ীর ওসি জয়ন্ত দাস ও শান্তিরবাজার থানার ওসি আশুতোষ শর্মা। অভিযোগ দায়ের করার কিছু সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত পাঁচ যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। রবিবার সমস্ত আইনি প্রক্রিয়া শেষে পাঁচ অভিযুক্তকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হয়। এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় মনপাথর ফাঁড়ীর ওসি জয়ন্ত দাসকে। মামলায় অভিযুক্তরা হলো শক্তিরায় রিয়াং ( ১৮ ), নিবাস ত্রিপুরা (১৯), সুভাষ রিয়াং (১৯), লক্ষ্মীধন ত্রিপুরা ( ১৮ ) এবং জীবন ত্রিপুরা ( ২১ )।