ত্রিপুরায় কর্মরত ইঞ্জিনিয়াররা মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করছেন : রাজ্যপাল

আগরতলা, ১৫ ডিসেম্বর : ত্রিপুরায় কর্মরত ইঞ্জিনিয়াররা মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করছেন। তারা তাদের কাজের মাধ্যমে মানুষের উপকারের পাশাপাশি রক্তদানের মত মহৎ কাজের মধ্য দিয়েও মানুষের সেবায় নিয়োজিত। এই অভিমত ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর। রবিবার রাজধানী আগরতলার সুকান্ত একাডেমিতে “অ্যাসোসিয়েশন অফ সার্ভিস ইঞ্জিনিয়ার্স অফ ত্রিপুরা” এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা উপলক্ষে রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল একথা বলেন।

রাজ্যপাল আরো বলেন, রক্তদান একটি মহৎ কাজ। তিনি নিজেও অনেকবার রক্ত দান করেছেন। এমন কি গত কয়েকদিন আগেও একটি রক্তদান শিবিরে তিনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি রক্তদানের আগ্রহ প্রকাশ করেন। কিন্তু তার বয়স ৭৪ বছর হয়ে যাওয়ায় ডাক্তাররা রক্ত নেননি। তবে তিনি চক্ষুদানের অঙ্গীকার পত্রতে স্বাক্ষর করেছেন। রক্তদানের মত অঙ্গ দানও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আমাদের দেশে অঙ্গ দানের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যা একটি ভালো লক্ষণ বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

পাশাপাশি তিনি ইঞ্জিনিয়ারদের পরামর্শ দেন তারা যখন এই ধরনের কর্মসূচির আয়োজন করে থাকেন, তখন যেন গুরুত্বপূর্ণ কিছু সমস্যার বিষয়বস্তুকে সামনে রেখে আলোচনা করেন। যে সমস্যাগুলো তারা সমাধান করেছেন। এই বিষয়গুলি পরবর্তী সময় আন্তর্জাতিক মানের জার্নালেও প্রকাশ করা যেতে পারে বলেও অভিমত ব্যক্ত করেন।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর রাজ্যপাল রক্তদাতাদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে প্রতিনিয়ত রক্তদানের প্রতি উৎসাহিত করেন। এদিনের এই কর্মসূচিতে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব ড. সঞ্জীব আর রাঠোরসহ সংগঠনের কর্মকর্তারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *