আগরতলায় ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত স্কুটি চালক

আগরতলা, ৫ নভেম্বর : রাজধানী আগরতলা শহরে ফ্লাইওভারে আবারও দুর্ঘটনা৷ গুরুতর আহত হয়েছেন স্কুটি চালক৷ প্রত্যক্ষদর্শীদের দাবি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন স্কুটি চালক৷ ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পঁৌঁছে দেয়৷ স্কুটিটি আটক করেছে পুলিশ৷

জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে টিআর০১ভি৭৭৫৪ নম্বরের একটি স্কুটি নিয়ে চালক ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলেন৷ আচমকা স্কুটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ফ্লাইওভারের উপর ছিটকে পড়ে যায়৷ গুরুতর আহত হন স্কুটি চালক৷ দূর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা৷ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনাস্থলে পৌঁছে ট্রাফিক পুলিশ৷ আটক করা হয় স্কুটিটি৷

দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ওই ব্যক্তি যেভাবে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন তাতে নিশ্চিত যে নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন৷ কোন ধরনের যানজট কিংবা অন্য কোন যানবাহন স্কুটিতে ধাক্কা দেয়নি৷ নিয়ন্ত্রণে হারিয়ে ছিটকে যান স্কুটি চালক৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *