গ্রামের মানুষের জীবন জীবিকার মানোন্নয়নে কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভূমিকা গুরুত্বপূর্ণ : রাজ্যপাল

আমবাসা, ২৯ অক্টোবর : গ্রামীণ এলাকার মানুষের জীবন জীবিকার মানোন্নয়নের সঙ্গে কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাজকর্ম ওতপ্রোতভাবে জড়িত। মঙ্গলবার ধলাই জেলার সালেমায় কৃষি বিজ্ঞান কেন্দ্রে মতবিনিময় সভার উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু একথা বলেন।

মত বিনিময় সভায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু বলেন, ধলাই জেলা অ্যাসপিরেশনাল জেলা হিসেবে চিহ্নিত হয়েছে। কেন্দ্রের বর্তমান সরকার দেশের অ্যাসপিরেশনাল জেলাগুলির উন্নয়নে পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই জেলার কৃষকদের অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য রাজ্যের অন্যান্য জেলায় বা বর্হিরাজ্যে পাঠানোর জন্য রাজ্যপাল কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকদের পরামর্শ দেন। তিনি আরও বলেন, কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি কাজে, উদ্যান চর্চায়, হাঁস, মোরগ, শূকর পালনে প্রশিক্ষণের ব্যবস্থা করে। উন্নতমানের বীজ সরবরাহের মাধ্যমে কৃষির উন্নতি ও অধিক ফলনের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীগণ কাজ করছেন।

মতবিনিময় অনুষ্ঠানে ধলাই জেলার জেলাশাসক সাজু বাহিদ এ, কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান আধিকারিক অভিজিৎ দেবনাথ, বিধায়ক স্বপ্না দাস পাল, ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ভূমিকানন্দ রিয়াং, প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *