গন্ডাছড়া বাজারে যান সন্ত্রাস বেড়েই চলেছে, হেলদোল নেই পুলিশের

গন্ডাছড়া, ২৮ অক্টোবর : ধলাই জেলার গন্ডাছড়া বাজারে যান সন্ত্রাস বেড়েই চলেছে। অভিযোগ ধৃতরাষ্ট্রের ভূমিকায় গন্ডাছড়া থানার পুলিশ। নাভিশ্বাস বাজারের ব্যবসায়ী সহ পথ চলতি মানুষের।

গন্ডাছড়া মহকুমা সদর বাজারটি অত্যন্ত ছোট। এরমধ্যেও বাজারে ছোট বড় দোকানির সংখ্যা প্রায় আটশ জন। বাজারের দুইদিকে দুইটি অটো স্ট্যান্ড রয়েছে। রয়েছে ছোট বড় গাড়ি স্ট্যান্ড। তবে যা লক্ষনিয় তা হল প্রতিদিন সকাল থেকেই অটো সহ ছোট বড় গাড়ি গোটা গন্ডাছড়া বাজারের দখল নিয়ে নেয়। বাজারের প্রতিটি ব্যবসায়ীদের দোকানপাটের সামনে এসে দাঁড়িয়ে পড়ে অটো সহ বিভিন্ন ছোট বড় যানবাহন। ব্যবসায়ীরা গাড়ি চালকদের কিছু বললেই শুরু হয় বাকবিতন্ডা।

বিবাদে না গিয়ে ব্যবসায়ীদের বক্তব্য আমরা কোথায় বসবাস করছি। কোথায় পুলিশ, কোথায় পুলিশের ট্রাফিক ব্যবস্থা। লাগাতর প্রতিদিনের এই যান সন্ত্রাসের ফলে একদিকে যেমন ব্যবসায় মার খাচ্ছেন বাজারের ব্যবসায়ীরা তেমনি সন্ত্রস্ত পথচারীরা। গন্ডাছড়া বাজারে যখন ট্রাফিক জ্যাম বা যানজট জারি রেখেছে একাংশ গাড়ি চালক তেমনি গোফে তেল দিয়ে ঘুমুচ্ছে গন্ডাছড়ার পুলিশ।

তবে পুলিশ গন্ডাছড়া বাজারের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা গ্রহণ না করতে পারলেও গন্ডাছড়া থানার সামনে বসে যে বাইক চালকের মাথায় হেলমেট নেই তাদের আটক করে ৫০০/৭০০টাকা আদায় করে নিজেদের পকেট ভারী করছে বলে অভিযোগ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *