‘পরিস্থিতি কঠিন হলেও আমরা সঠিক কাজ করব’: জেলেনস্কি

অনলাইন ডেস্ক, ১৮ মার্চ।। আপনি তো এখন টিকটকের জনপ্রিয় তারকা হয়ে গেছেন! ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দেখে এমনই বলে উঠল রুশ আগ্রাসনে আহত ১৬ বছর বয়সী এক কিশোরী। হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জেলেনস্কি। সেখানে ভর্তি আহত ওই কিশোরীর সঙ্গেও দেখা করেন জেলেনস্কি। জেলেনস্কিকে দেখেই উচ্ছ্বসিত ওই কিশোরী কাতিয়া ভ্লাসেঙ্কো বলে, ‘আপনি তো এখন টিকটকের জনপ্রিয় ব্যক্তিত্ব! টিকটকে আপনাকে সবাই সমর্থন করছে’।

সহাস্যে জেলেনস্কি জিজ্ঞাসা করেন, ‘তার মানে আমরা কি টিকটকের দখল নিয়েছি?’ প্রত্যুত্তরে কাতিয়া বলে, ‘সবাই শুধু আপনার ব্যাপারে কথা বলছে। আপনিই এখন একমাত্র চর্চার বিষয়’।

এর পরই জেলেনস্কি, কিশোরী কাতিয়ার হাতে সাদা-গোলাপি ফুলের তোড়া দিয়ে বলেন, ‘পরিস্থিতি কঠিন হলেও আমরা সঠিক কাজ করব’।

প্রসঙ্গত, ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে ভোরজেল শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় এই কাতিয়া। রাশিয়ার ক্ষেপণাস্ত্রের হাত থেকে বাঁচাতে তার আট বছরের ভাইকে বুকে আগলে ছুটছিল ওই কিশোরী। এই সময়ই রুশ বোমার আঘাতে সে আহত হয়। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ক্রেমলিনের আগ্রাসনের মুখে পড়ে আহত হয়েছেন অনেক সাধারণ নাগরিক। প্রাণও হারিয়েছেন বহু সাধারণ মানুষ। আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতাল ছুটছেন খোদ জেলেনস্কি। এ রকমই এক হাসপাতালে এই আহত কিশোরীর সঙ্গে দেখা করেন তিনি।

কিয়েভ-মস্কো সঙ্ঘাতের প্রথম থেকেই রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সারা বিশ্বের প্রশংসা কুড়িয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্র তাকে দেশ ছাড়ার পরামর্শ এবং পালাতে সহায়তা করার প্রস্তাব দিলেও তিনি দেশে থেকেই যুদ্ধ করার সিদ্ধান্ত নেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *