উদয়পুর নিজের বাড়িতে ঘরের মধ্যে রহস্যজনকভাবে মৃত্যু এক ব্যক্তির, এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য

উদয়পুর, ২৩ অক্টোবর : নিজের বাড়িতে ঘরের মধ্যে রহস্যজনকভাবে মৃত্যু এক ব্যক্তির। ঘটনা গোমতী জেলার উদয়পুরে মাতাবাড়ি গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম উমেশ দেবনাথ। বয়স আটান্ন।

জানা গিয়েছে, উমেশ দেবনাথ পেশায় দিনমজুর। তিনদিন আগে স্ত্রী অনন্যা শীল বগাবাসায় বাপের বাড়িতে যান। যাওয়ার পর স্বামীর সঙ্গে কথা হয়েছে মোবাইলে। গতকাল কথা হয়নি। বুধবার সকালে অনন্যা শীল বাড়িতে এসে দেখেন ছেলে মিঠুন দেবনাথ বাড়িতে নেই। ঘরের দরজা খোলা। ঘরে গিয়ে দেখেন স্বামী মাটিতে পড়ে রয়েছে। গলায় একটি দড়ি রয়েছে। মাটিতে রক্ত পড়ে রয়েছে। স্ত্রী অনন্যা চিৎকার শুরু করলে এলাকার লোকজন ছুটে আসে।

খবর দেওয়া হয় রাধা কিশোরপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালের মর্গে পাঠানোর ব্যাবস্থা করে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। এই মৃত্যু নিয়ে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *