অনলাইন ডেস্ক, ১৮ মার্চ।। ইউক্রেনর রাজধানী কিয়েভের একটি নাগরিক আবাসনে রুশ রকেট হানায় নিহত হলেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস। শুক্রবার অভিনেত্রীর দল ‘ইয়ং থিয়েটার’ এক বিবৃতিতে জানিয়েছে, কিয়েভের একটি আবাসিক ভবনে রাশিয়ার রকেট হানায় নিহত হয়েছেন ইউক্রেনীয় শিল্পী ওকসানা শভেটস।
ওকসানার বয়স হয়েছিল ৬৭ বছর। কিছু দিন আগে শিল্পীদের জন্য ইউক্রেনের সর্বোচ্চ সম্মান ‘ওনার্ড আর্টিস্ট অব ইউক্রেন’ পেয়েছিলেন তিনি।
ইউক্রেন প্রশাসন অভিযোগ করে আসছে, এবার আর শুধু সেনাদে ওপর নয়, ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দেশের নাগরিকদের ওপরও হামলা করছে পুতিন-সেনারা।
এর আগেও কিয়েভ-সহ ইউক্রেনের একাধিক শহরে দোকান-বাজার, বাড়ি, স্কুল ও হাসপাতালের উপর রুশ ক্ষেপণাস্ত্র হানার অভিযোগ উঠেছে। তাতে প্রাণ-ও হারিয়েছেন বহু সাধারণ মানুষ।
যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শুধুমাত্র ইউক্রেনের সেনা ছাউনিকে লক্ষ্য করেই বিশেষ অভিযান চালাচ্ছে তারা।
অন্য দিকে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ৬০০ সাধারণ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ।