আগরতলা, ১৯ অক্টোবর : ত্রিপুরায় সাম্প্রতিককালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং কমিশনের ভূমিকা প্রশ্ন চিহ্নের মুখে। তাই শনিবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে মানবাধিকার কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। মানবাধিকার কমিশনের অফিসের সামনে ঘেরাও করে প্রতিবাদে কালো পতাকা দিয়ে কমিশনের সাইনবোর্ড ঢেকে রাখার পাশাপাশি চেয়ারপার্সনের অবিলম্বে পদত্যাগের দাবি জানায়।
একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে সদর জেলা কংগ্রেস শ্যামলী বাজারে মানবাধিকার কমিশনের অফিস ঘেরাও করেছে। বিক্ষোভ চলাকালীন কংগ্রেসের একটি প্রতিনিধিদল মানবাধিকার কমিশনের চেয়ারপর্সন অবসরপ্রাপ্ত বিচারপতি এস সি দাসের কাছে একটি ডেপুটেশন জমা দেয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্য নেতারা।
নীল কমল সাহা সংবাদ মাধ্যমে রাজ্যে ক্রমবর্ধমান অপরাধ-সম্পর্কিত ঘটনাগুলি তুলে ধরেন এবং মুখ্যমন্ত্রী ও রাজ্য মানবাধিকার কমিশনের সমালোচনা করেন। তিনি মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে ‘বিজেপির দালাল’ হিসেবে কাজ করার অভিযোগ তোলেন।
প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শাহজাহান ইসলাম সাংবাদিকদের সাথে কথা বলার সময় রাজ্যে চলমান মানবাধিকার লঙ্ঘনের উপর জোর দিয়েছেম। তিনি মনু বাজারে একজন সাধারণ ব্যক্তির মৃত্যু এবং আগরতলা শহরের শিশুদের উপর কার্নিভাল অনুষ্ঠানে হামলা সহ পুলিশি নির্যাতনের একাধিক উদাহরণ উল্লেখ করেন।
শাহজাহান ইসলাম মানবাধিকার কমিশনের এই ঘটনায় নিস্ক্রিয় ভূমিকার জন্য সমালোচনা করেন এবং চেয়ারপার্সনের অবিলম্বে পদত্যাগের দাবি করেন। মহিলা কংগ্রেস নেত্রী শ্রেয়শী লস্কর বলেন, আমাদের প্রতিবাদের উদ্দেশ্য হল এই বিষয়গুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করা এবং মানবাধিকার কমিশনের কাছ থেকে জবাবদিহিতা ও পদক্ষেপের জন্য চাপ দেওয়া।