Behalabari to Uhapsingbari road is in poor condition, the department has no initiative to repair it
খোয়াই, ১৮ অক্টোবর : বেহাল সড়কে চলতে চলতে জেরবার মডেল রাজ্যের মানুষ। সুশাসনে এটাই এখন দস্তুর। ডাবল ইঞ্জিন সরকারের রাজত্বে সড়ক এখন বিপজ্জনক অবস্থায়।পথ চলতে চলতে খানিক বাদে বাদেই বিপদের হাতছানি। অজস্র খানাখন্দ আর গর্তের সমাহার। রাস্তা ভাঙছে তো ভাঙছেই। সড়ক ভাঙতে ভাঙতে একবারে ছড়া বা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এরপরেও হেলদোল নেই ত্রিপুরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের।
খোয়াইয়ের সর্বত্র রাস্তাঘাটের বেহাল দশা। খোয়াই মহকুমার বেহালবাড়ী থেকে দখলসিংবাড়ী যাওয়ার রাস্তার একেবারেই হাড্ডি কঙ্কালসার চেহারা। কিন্তু পূর্ত দপ্তর বা তুলাশিখর ব্লক কিংবা এডিসি প্রশাসন কারোরই সেদিকে কোন নজর নেই। অথচ এলাকাটি রাজ্যের বনমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রের অন্তর্ভুক্ত। আবার এডিসির একজন নির্বাহী সদস্যের নির্বাচনী এলাকার অধীন। এরপরেও বেহাল দশা ঘোচানোর কোন লক্ষণ নেই। দেখা যাচ্ছে না কারোরই কোন তৎপরতা। সংস্কারহীনতার কারণে বেহালাবাড়ী থেকে দখলসিংবাড়ী সড়ক বিলুপ্তির পথে।