আগরতলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে শব্দবাজি উদ্ধার করল পুলিশ

আগরতলা, ১৭ অক্টোবর : রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ প্রশাসন প্রচুর পরিমাণে উচ্চ ক্ষমতা সম্পন্ন শব্দবাজি উদ্ধার করেছে। বাজিগুলি আটক করে পুলিশ নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে।

পুলিশ সুপার জানিয়েছেন, উৎসবের দিনগুলিতে শব্দ দূষণ যাতে কোনভাবেই না ঘটে তার জন্য কড়া নির্দেশ রয়েছে ত্রিপুরা হাইকোর্টের। ২০১৪ সালে ত্রিপুরা হাইকোর্টের দেওয়া এই নির্দেশ যাতে কঠোরভাবে প্রশাসন বলবৎ করতে বলা হয়েছে। সেই মোতাবেক বুধবার লক্ষ্মী পূজার সন্ধ্যা থেকে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে এর নেতৃত্বে বটতলা, মহারাজগঞ্জ বাজার, দুর্গা চৌমুহণনী এবং লেইক চৌমুহনী বাজারে অভিযান চালানো হয়। অভিযানে প্রচুর পরিমাণে শব্দবাজি উদ্ধার করা হয়েছে। অপরদিকে অবৈধ ভাবে মজুদ করা বিলেতি মদ ও শব্দবাজি আটক করল এ ডি নগর থানার পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *