বিশালগড়, ১৬ অক্টোবর : দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক। ধর্ষিতা দিব্যাঙ্গ যুবতী গুরুতর অসুস্থ। ঘটনা সিপাহীজলা জেলার বিশালগড়ে।
জানা গিয়েছে, সোমবার বিশালগড়ে এক দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণ করে বিক্রম বিশ্বাস নামে এক যুবক। পরে মঙ্গলবার বিক্রম বিশ্বাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বিশালগড় মহিলা থানায় একটি মামলা দায়ের করা হয়। বিশালগড় মহিলা থানার পুলিশ যথারীতি নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে অভিযুক্ত বিক্রম বিশ্বাসকে গ্রেফতার করে।
অন্যদিকে ধর্ষিতা যুবতী হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস জানিয়েছেন বুধবার অভিযুক্ত বিক্রম বিশ্বাসকে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করা হয়। এই ধরনের জঘন্য ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।