তেলিয়ামুড়া, ১৬ অক্টোবর : যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল তেলিয়ামুড়া থানার পুলিশ। পরিকল্পিত খুন না আত্মহত্যা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে।
জানা গিয়েছে, তেলিয়ামুড়ার নয়নপুর এলাকার নারায়ণ সরকারের ছেলে স্মরণ সরকার (৩০) মঙ্গলবার রাতে বোনের বাড়িতে যান এবং মদের আসরে যোগ দেন। সেখানে কোন একটি বিষয় নিয়ে বিবাদ হয়।রাত প্রায় দুইটা নাগাদ মোহরছড়া বিষ্ণু মাষ্টার পাড়া থেকে অর্থাৎ ভগ্নিপতি সুজন বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়ে আাসেন স্মরণ সরকার।
বুধবার পথ চলতি জনগণ মোহররছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে একটি কাঁঠাল গাছে স্মরণ সরকারের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এটি আত্মহত্যা না খুন তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।