পানিসাগরের পেকুছড়ায় সাম্প্রদায়িক উত্তেজনা, পুলিশ সুপার ক্লোজড, বন্ধ ইন্টারনেট পরিষেবা

পানিসাগর, ১৫ অক্টোবর : মঙ্গলবার উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার পেকুছড়া এলাকায় একটি শিব মন্দির ও একটি মসজিদে ভাঙচুরের ঘটনায় সাম্প্রদায়িক উত্তেজনা চরমে উঠেছে। পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এবং মোবাইল ইন্টারনেট এবং টেক্সট মেসেজ পরিষেবা ৭২ ঘন্টার জন্য বন্ধ করা হয়েছে।

জানা গিয়েছে, সোমবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা পেকুছড়ায় একটি শিব মন্দির ভাংচুর করলে অশান্তি শুরু হয়। মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের একটি দল পাল্টা ধাওয়া দিয়ে পাশের একটি মসজিদে ভাঙচুর চালায়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়।

সম্প্রতি এক হিন্দু মেয়েকে ধর্ষণের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার মন্দিরে ভাঙচুরের ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যায়। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বর্তমানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ বাহিনী এবং টিএসআর কর্মীরা এলাকায় মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে পরিবেশ।

এদিকে, উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে পুলিশ সদর দফতরে ক্লোজ করা হয়েছে এবং ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রাইকে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়া মোবাইল ইন্টারনেট/এসএমএস/ সব ধরনের মেসেজ পরিষেবা মঙ্গলবার বিকেল ৫টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *