বিলোনিয়া, ১৫ অক্টোবর : রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপূজা। ফলমূল থেকে শুরু করে সবজি, সবকিছুতেই অগ্নিমূল্য। নাজেহাল ক্রেতাসাধারণ। যেইটা ধরবেন উর্ধ মূল্যে ছেঁকা লাগবেই।
কুমড়ো প্রতি কেজি একশ ছুঁই ছুঁই। ঝিঙ্গা, ভেন্ডি, কাকরল, বরবটি থেকে শুরু করে সব সবজির মুল্য প্রায় ২০০ টাকার কাছাকাছি। কাঁচালঙ্কার দাম ৪০০ টাকা প্রতি কেজি। মাথায় হাত ক্রেতাদের।
তারপরেও রীতি মেনে সাধ্য অনুযায়ী কোজাগরী লক্ষ্মী মায়ের আরাধনা মেতে উঠবে সকলেই। পঞ্জিকা মতে বুধবার ও বৃহস্পতিবার দুই দিনই পূর্ণিমা। এই দুই দিন কোজাগরী লক্ষ্মীপূজা করতে পারবে ব্রতীরা। পূজার বাজারে ভিড়। এমনই দৃশ্য লক্ষ্য করা গেছে বিলোনিয়া এক নং টিলা বাজারে। লক্ষ্মী মূর্তি থেকে শুরু করে ঘট, নারকেল, হলুদ, ধানের শিষ সব কিছু বাজারে উঠলেও হাত দিতে গিয়ে নাজেহাল ক্রেতা সাধারণ। মূর্তি চারশো থেকে শুরু করে হাজার টাকার উপরে বিক্রি হচ্ছে। বাজারে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। কেউ কেউ বলছে বাজারে সব কিছুর চাহিদা আছে কিন্তু বিক্রি হচ্ছে কম। আগের তুলনায় এবার একটু বাজার মন্দা। আবার কেউ বলছে মোটামুটি ভালো বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন গতবারের তুলনায় এবছর জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। এবছর একটু বাজেট কমিয়ে সাধ্যমতো কোজাগরী লক্ষ্মী পূজা করতে হচ্ছে। অপরদিকে বিলোনিয়ার প্রবীণ মৃৎশিল্পী গৌরা পাল জানান, মূর্তির চাহিদা আছে কিন্তু মূর্তি তৈরি করতে বিভিন্ন সরঞ্জামের দাম বেশি। কর্মচারীর বেতনও বেশি। কিন্তু মূর্তির দাম তেমন ভাবে বাড়ানো যায়নি। সবকিছু মিলিয়ে বুধবার ও বৃহস্পতিবার ঘরে ঘরে পূজিত হবেন মা লক্ষ্মী।