বিলোনিয়া, ১৫ অক্টোবর : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া পুর পরিষদের গিরিধারী এলাকার মুল রাস্তা থেকে হঠাৎ অলক সাহা নামে এক যুবককে বাইক সহ অপহরণ করা হয়। মুল রাস্তা থেকে টেনে হিচরে নিয়ে গিয়ে মারধরের পর অলককে লুকিয়ে রাখে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই এলাকাবাসী সহ জড়ো হয় যুবকের পরিবারের লোকজন। অলককে কোথাও না দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।
অভিযোগ নালম লোকনাথ, রিয়া দত্ত সহ অন্যান্য বিএসএফ জওয়ানরা অপহরণ করে অলককে। মুহুর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। মদমত্ত অবস্থায় চার নং ব্রীজ সংলগ্ন ভারত বাংলা সীমান্তে পাহাড়া দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। এলাকাবাসীদের অভিযোগ চার নং ব্রীজ এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রেখেছে সীমান্ত রক্ষীরা। এই রাস্তা দিয়ে কেউ যেতে পারে না। আরো অভিযোগ পাচারকারীদের সাথে বোঝাপড়া ও গোপন লেনদেনের ফলে পাচার বানিজ্যের সুযোগ করে দেওয়া হয়। রাতের আঁধার নেমে এলে এই রাস্তা দিয়ে সাধারণ মানুষদের যাতায়াত বন্ধ করে দেয় দায়িত্বে থাকা সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। অপহরণের খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ। অবশেষে এলাকার জনগণের চাপে সীমান্ত রক্ষী বাহিনী অপহৃত যুবকের সন্ধান দেয়। প্রসঙ্গত, ৪৩ নং ব্যাটেলিয়ান বিএসএফ জওয়ানরা বিলোনিয়ার বিভিন্ন সীমান্তে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা জটিলতা ও পাচার বাণিজ্য বাড়ছে বলে অভিযোগ।