সোনামুড়া, ১৫ অক্টোবর : প্রতিমা নিরঞ্জনে যাওয়াকে কেন্দ্র করে প্রেমিকের সাথে কথা কাটাকাটির জেরে প্রেমিকার ফাঁসিতে আত্মহত্যা। ঘটনা সিপাহীজলা জেলার সোনামুড়ার পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, সোনামুড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার নিকিতা দাস প্রায় একবছর যাবত সাগর শীল নামে এক যুবকের সাথে ভালবাসার সম্পর্কে আবদ্ধ ছিলেন। নিকিতা একাদশ শ্রেণীর ছাত্রী। তাদের পরিবারে এই ভালোবাসা নিয়ে নেই কোন আপত্তি। কিন্তু প্রেমিকা নিকিতা দাসের প্রতিমা নিরঞ্জনে যাওয়া নিয়ে প্রেমিক সাগর শীলের সাথে কথা কাটাকাটি হয়। তারপরে নিজের বাড়িত ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে নিকিতা। পরিবারের লোকজন দ্রুত তাকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নিকিতা দাসকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চলে আসে প্রেমিক সাগর শীল। নিকিতা দাসের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। অন্যদিকে মৃত নিকিতা দাসের পরিবারের লোকেরা প্রেমিক সাগর শীলকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ছুটে আসে সোনামুড়া থানার পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।