গোলাঘাটির আশ্রম পাড়ায় নিখোঁজ বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার পুকুরের জলে

বিশালগড়, ১৫ অক্টোবর : নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার পুকুরের জলে৷ ঘটনা গোলাঘাটির নতুনবাজারের আশ্রম পাড়ায়৷ মৃত ব্যক্তির নাম উদয় দেববর্মা৷ বয়স আশি বছর৷ তিনি ১৩ অক্টোবর নিখোঁজ হয়েছিলেন৷ মঙ্গলবার স্থানীয় একটি পুকুরের জলে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৩ অক্টোবর দশমীর দিন পূজো দেখার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন উদয় দেববর্মা৷ রাতে আর বাড়ি ফিরেননি৷ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও কোথাও তাঁর হদিশ পায়নি৷ পরে থানায় একটি মিসিং ডাইরি করা হয়৷ এদিকে, মঙ্গলবার সকালে আশ্রম পাড়া এলাকায় একটি পুকুরের জলে উদয় দেববর্মার মৃতদেহ ভাসতে দেখতে পায় স্থানীয় লোকজন৷ সাথে সাথেই খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাকারজলা হাসপাতালে নিয়ে যায়৷ বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবে বলে জানিয়েছে পুলিশ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *