গন্ডাছড়া, ৪ অক্টোবর : ধলাই জেলার গন্ডাছড়া বাজারে আচমকা হানা দিয়ে ব্যাপক সাফল্য পেল জেলার ড্রাগস ইন্সপেক্টর এবং এক্সাইজ দপ্তরের কর্মীরা। উদ্ধার করলেন প্রায় সাড়ে তিন লক্ষ টাকার অবৈধ নেশা সামগ্রী।
জানা গিয়েছে, শুক্রবার গন্ডাছড়া বাজারে আচমকা বিভিন্ন দোকানপাটে হানা দেন ধলাই জেলার ড্রাগস ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহরায়। সঙ্গে ছিলেন এক্সসাইজ কর্মী, অফিসার সহ গন্ডাছড়া মহকুমা শাসকের অফিসের ডিসিএম দিলীপ দেববর্মা। গোপন সংবাদের উপর নির্ভর করে একযোগে বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালায়। অভিযান চালানো হয় বাজারের ব্যবসায়ী নিহার রঞ্জন সাহার মুদি দোকানে। ওই দোকানে অভিযান চালিয়ে চার কাটুন মৃত সঞ্জীবনী উদ্ধার করে। এই মৃত সঞ্জীবনী নেশা সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়। যদিও এটি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ। দোকান থেকে নিহার রঞ্জন সাহার ছেলে উত্তম সাহাকে নিয়ে অভিযান চালানো হয় নিহার রঞ্জন সাহার দুর্গাপুরের লেইকের পাড়ে অবস্থিত গোডাউনে। ওই গোডাউন থেকে আরো প্রায় সাড়ে তিন লক্ষ টাকার অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করা হয়।
ড্রাগস ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহরায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে গন্ডাছড়া বাজারে অভিযান চালানো হয়েছে। শুক্রবারের এই অভিযানে বাজারের ব্যবসায়ী নিহার রঞ্জন সাহার দোকান এবং দুর্গাপুরের গোডাউন থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে। ড্রাগস ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহরায় আরো বলেন, দোকান মালিক নিহার রঞ্জন সাহার বিরুদ্ধে আইন মোতাবেক মামলা রুজু করবে সংশ্লিষ্ট দপ্তর। দুর্গাপূজার প্রাকমুহূর্তে গন্ডাছড়া বাজার থেকে বিশাল পরিমান নেশা সামগ্রী উদ্ধারের ঘটনা চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।