মানব পাচারের সাথে জড়িত সন্দেহে এক দালালকে গ্রেফতার করেছে জিআর থানার পুলিশ

আগরতলা, ৩ অক্টোবর : আগরতলা সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) বৃহস্পতিবার ভোরে মানব পাচারের সাথে জড়িত সন্দেহে এক দালালকে গ্রেফতার করেছে। বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সোনামুড়া থানার পুলিশের সহায়তায় মতিনগর গিলামুড়া থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

আগরতলা জিআর থানার অফিসার ইনচার্জ তাপস দাস জানান, নাজমুল হোসেন (১৯) নামে আটক ব্যক্তি সিপাহিজলা জেলার সোনামুড়া থানার আওতাধীন মতিনগর গিলমুড়ার বাসিন্দা। নাজমুল হোসেন মানব পাচারের একটি মামলায় জড়িত বলে অভিযোগ রয়েছে।তিনি আরও বলেন, আরো তদন্তের জন্য আসামিকে পুলিশি রিমান্ডের জন্য আদালতে হাজির করা হয়েছে।

প্রসঙ্গত, প্রায় একবছর যাবৎ আগরতলা রেলস্টেশনে প্রচুর সংখ্যায় বাংলাদেশী নাগরিক আটক হয়েছেন। ত্রিপুরা এবং বাংলাদেশের একটি দালাল চক্র তাদের অনুপ্রবেশে সহায়তা করছে। তাছাড়া ভারতের বিভিন্ন জায়গায় পাঠানো হয় তাদের। এই ব্যাপারে ভারত- বাংলাদেশ ত্রিপুরা সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ভূমিকা নিয়েও বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *