ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে সহস্রাধিক পদে লোক নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার

আগরতলা, ২৭ সেপ্টেম্বর : ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে সহস্রাধিক পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বৈঠকের বিস্তারিত জানিয়েছেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১,২৬৭টি পদে নিয়োগ ও ১৯৩টি নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, বন দপ্তরের অধীনে ১৯৪ জন ফরেস্ট গার্ড নিয়োগ করা হবে। দপ্তরের উদ্যোগে খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। রাজস্ব দপ্তরের অধীনে বিভিন্ন ক্যাটাগরিতে ২৫৪টি (গ্রুপ-সি) শূন্য পদে লোক নিয়োগ করা হবে। এই ২৫৪টি পদের মধ্যে রয়েছে ১৪টি রেভিনিউ ইন্সপেক্টর, জুনিয়র সার্ভেয়র ১০টি, তহশিলদার ১৬৪টি, মোহড়ার ৩৭টি এবং আমিন রয়েছে ২৯টি।

খাদ্য মন্ত্রী জানান, নির্বাচন দপ্তরের অধীনে প্রোগ্রামার (গ্রুপ-বি) নন-গেজেটেড পদে ১ জন এবং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার (গ্রুপ-সি নন-গেজেটেড) পদে ২ জন লোক নিয়োগ করার সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহিত হয়েছে। টিপিএসসি’র মাধ্যমে এই পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। রাজ্য অর্থ দপ্তরের অধীনে ১২টি মাল্টিটাস্কিং স্টাফ (পিওন) গ্রুপ-ডি (নন-টেকনিক্যাল) পদে লোক নিয়োগ করা হবে। স্বরাষ্ট্র দপ্তরের অধীনে ২১৮টি সাব- ইন্সপেক্টর (মহিলা ও পুরুষ) শূন্যপদে লোক নিয়োগ করা হবে। টিপিএসসি’র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। জিএ এবং এসএ দপ্তরের অধীনে ১৯ জন ড্রাইভার পদে লোক নিয়োগ করার সিদ্ধান্ত মন্ত্রিসভায় নেওয়া হয়েছে।

পাশাপাশি জিএ এবং এসএ দপ্তরের অধীনে ৮৮ জন মাল্টি টাস্কিং স্টাফ (গ্রুপ-ডি) পদে লোক নিয়োগ করা হবে। শিক্ষা দপ্তরের অধীনে ৩৫২টি পদে প্রি-প্রাইমারি টিচার নিয়োগ করা হবে। টিআরবিটি’র মাধ্যমে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। শিক্ষা দপ্তরের অধীনে ১২৫টি স্কুল লাইব্রিয়ান পদে লোক নিয়োগ করা হবে।

মন্ত্রী সুশাম্ত চৌধুরী আরও জানান, দপ্তরের উদ্যোগে শীঘ্রই এই বিভিন্ন পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। খাদ্য মন্ত্রী আরও জানান, শিক্ষা দপ্তরের অধীনে ১১৮টি স্নাতকোত্তর শিক্ষক (কম্পিউটার সায়েন্স) পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভায়। পাশাপাশি যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে ৭৫টি জুনিয়র পিআই পদ পুনঃসৃষ্টি করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *