মহারাজগঞ্জ বাজারে বিজেপির সদস্যতা অভিযানের সূচনা করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর : ভারতীয় জনতা পার্টিতে যোগদানের জন্য নাগরিকদের উৎসাহিত করার লক্ষ্যে দলের প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলার মহারাজগঞ্জ বাজারে ‘সদস্যতা অভিযান’ এর উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা ত্রিপুরা প্রদেশ বিজেপি কিষান মোর্চা-এর সহযোগিতায় সদস্য সংগ্রহ অভিযানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন একটি উন্নত রাজ্য গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসায়ী এবং নাগরিকদের পার্টিতে যোগদানের জন্য উৎসাহিত করার সময় রাজীব ভট্টাচার্য ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরেন।

রাজীব ভট্টাচার্য আরও যোগ করেন, আমরা শুধুমাত্র নতুন সদস্যদের নথিভুক্ত করব না বরং তাদের মধ্যে দলের মতাদর্শ সম্পর্কেও অবহিত করব। রাজ্য এবং বাইরের শীর্ষ নেতারা নতুন সদস্যদের প্রশিক্ষণ দেবেন এবং তৃণমূল স্তরে সংগঠক তৈরি করবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *