অনলাইন ডেস্ক, ১৭ মার্চ ।। জো রুটকে তিনবার জীবন উপহার দেওয়ার শাস্তি ঠিকই পেলো ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের মাটিতে আরেকটি সেঞ্চুরি তুলে নিলেন ইংলিশ অধিনায়ক।
বার্বাডোজে সিরিজের দ্বিতীয় টেস্টে রুটের সেঞ্চুরিতে চালকের আসনে থেকে প্রথম দিন শেষ করল ইংল্যান্ড। ব্যক্তিগত ২৩ রানে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরতে পারতেন ইংলিশ ব্যাটার।
এরপর ৩৪ রানে ক্যাচ তুলে দিয়েছিলেন রুট। কিন্তু কেমার রোচের বলে ক্যাচ নিতে পারেননি ডা সিলভা। ৮৭ রানে রুটকে রান-আউটের সুযোগ হাতছাড়া করেন জন ক্যাম্পবেল।
তিন জীবন পেয়ে টেস্ট ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি তুলে নেন ইংলিশ অধিনায়ক। ১১৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন রুট। সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দেখা পান তিনি। প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৪৪ রানে দিন শেষ করেছে ইংল্যান্ড।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার জ্যাক ক্রলিকে (০) হারায় সফরকারীরা। এরপর আরেক ওপেনার জ্যাক ক্রলিকে (৩০) নিয়ে ৭৬ রানের জুটি গড়েন রুট।
প্রথমদিনের শেষ উইকেট হিসেবে ৯ রানের আক্ষেপ নিয়ে বিদায় নেন ড্যানিয়েল লরেন্স। জেসন হোল্ডারের বলে ৯১ রানে ক্রেইগ ব্রাথওয়েটের হাতে বন্দী হন তিনি। এর পরপরই শেষ হয় প্রথম দিনের খেলা।