ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকায় ৮৮টি অঙ্গনওয়াড়ির পাকা ভবন নির্মাণে ১০ কোটি ৫৬ লক্ষ টাকা দেবে কেন্দ্র

আগরতলা, ১২ সেপ্টেম্বর : পিএম-জনমন প্রকল্পে ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকায় ৮৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ভবন নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রনালয় ১০ কোটি ৫৬ লক্ষ টাকা মঞ্জুরি দিয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায় একথা জানান।

সাংবাদিক সম্মেলনে সমাজ কল্যাণমন্ত্রী জানান, ধলাই জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উন্নীত করার লক্ষ্যে ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রনালয় মোট ২ কোটি টাকা অনুমোদন দিয়েছে, যা দিয়ে পোষণ ভাটিকা, আরও ফিল্টার, রঙ্গীণ এলইডি টিভি এবং অন্যান্য পরিকাঠামোর উন্নয়ন করা হবে। এছাড়াও ২০২৪-২৫ অর্থবর্ষে আরও ২৭৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সঙ্গম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উন্নীত করার লক্ষ্যে ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রনালয় মোট ২ কোটি ৭৪ লক্ষ টাকা অনুমোদন দিয়েছে।

সাংবাদিক সম্মেলনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন সাফল্যের তথ্য তুলে ধরে তিনি জানান, বর্তমানে রাজ্যে ৫৬টি আইসিডিএস প্রকল্প রয়েছে। ধলাই জেলার গঙ্গানগর ব্লকে নতুন আরও একটি আইসিডিএস অফিস খোলার অনুমোদন গৃহীত হয়েছে এবং অতিসত্বর তা খোলা হবে। উক্ত আইসিডিএস প্রকল্পগুলির অধীনে রাজ্যে মোট ১০,২২২ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। বর্তমানে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মোট ২,৯০,৬৫৯ জন শিশু (৬মাস-৬বছর) এবং ২৬,৪৫৮ জন গর্ভবতী মহিলা ও প্রসূতি মা নথীভুক্ত রয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *