স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে গ্রামীণ এলাকার উন্নয়নে কাজ করতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : ত্রিস্তর পঞ্চায়েত প্রতিনিধিদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভোকাল ফর লোকাল’ এই দূরদর্শী আহ্বান কে সামনে রেখে স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে গ্রামীণ এলাকার উন্নয়নে কাজ করতে হবে। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের নবনির্বাচিত সদস্য-সদস্যাগণ এবং নবনির্বাচিত সভাধিপতি ও সহকারী সভাধিপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিষ্ঠা ও সচ্ছতার সাথে জনকল্যাণে কাজ করতে হবে। পঞ্চায়েত হচ্ছে রাজোর উন্নয়নের মূল ভিত্তি। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলি পঞ্চায়েতের মাধ্যমে রূপায়িত হয়। প্রকল্পসমূহের সুফল পঞ্চায়েতের মাধ্যমে জনগণের কাছে পৌঁছায়। শপথ গ্রহণ অনুষ্ঠানে ত্রিস্তর পঞ্চায়েতের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ বহু প্রত্যাশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছেন। জনস্বার্থে কাজ করার সুযোগ করে দিয়েছেন।

উল্লেখ্য, এদিম পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি হিসেবে বলাই গোস্বামী এবং সহকারী সভাধিপতি হিসেবে বিশ্বজিৎ শীল শপথ গ্রহণ করেন। সভাধিপতি এবং সহাকারী সভাধিপতিকে শপথ বাক্য পাঠ করান গ্রামোন্নয়ন দপ্তরের সচিব ড. সন্দীপ আর রাঠোর। সভাধিপতি এবং সহাকারী সভাধিপতির শপথ গ্রহণের আগে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের নবনির্বাচিত ১৭ জন সদস্য-সদস্যা শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে।

আগরতলা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুরনিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক কিশোর বর্মন, বিধায়ক মিনারানী সরকার, গ্রামোন্নয়ন দপ্তরের সচিব ড. সন্দীপ আর রাঠোর, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ড. বিশাল কুমার প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *