শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠলো জাপান

অনলাইন ডেস্ক, ১৭ মার্চ ।। টোকিও থেকে ২৭৫ কিলোমিটার দূরে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে চারজন নিহত এবং ৯৪ জন আহত হয়েছে। এ দুর্যোগের পর রাজধানীসহ আশপাশের অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়ে।

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে বুধবার দিবাগত রাতে আঘাত হানা ভূমিকম্পটি ছিল ৭.৪ মাত্রার।

আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল উপকূলীয় ফুকুশিমা অঞ্চলের ৬০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি হয়।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, ভূমিকম্পে চারজন মারা গেছেন এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আরও শক্তিশালী কম্পনের আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সরকার উচ্চ সতর্কতা অবলম্বন করছে।

ভূমিকম্পের পরপরই উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে এক মিটার পর্যন্ত উঁচু সুনামি আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। তবে বৃহস্পতিবার ভোর রাতে রাজধানীতে বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি পুনরুদ্ধার করা হয়েছে।

ভূমিকম্পের পরপরই রাজধানী টোকিওতে সাত লাখ ও উত্তর-পূর্বে দেড় লক্ষাধিক বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

২০১১ সালে ওই অঞ্চলটিতে ৯ মাত্রার শক্তিশালী ও ভয়াবহ এক ভূমিকম্পে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়ে পারমাণবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *