আগরতলা, ৫ সেপ্টেম্বর : ত্রিপুরায় সাম্প্রতিক বন্যায় ৪৬৯৩ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলি সারাইয়ের জন্য প্রায় ১,৯০০ কোটি টাকা প্রয়োজন। বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভা অধিবেশনে বিধায়ক গোপাল চন্দ্র রায়ের জনস্বার্থে আনা জরুরি বিষয় ‘ধর্মনগর থেকে সাব্রুম সমেত সমগ্র ত্রিপুরায় রাস্তার অচল অবস্থা’ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে পূর্তদপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।
আলোচনায় পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, জরুরি ভিত্তিতে এই ক্ষতিগ্রস্ত ৪৬৯৩ কিলোমিটার রাস্তাগুলি সংস্কারের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে রাজ্যে যেমন জাতীয় সড়কের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তার সাথে সাথে অন্যান্য রাস্তার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। রাজ্যে বর্তমানে ১৪,৮৫৮.৩১ কিলোমিটার রাস্তা রয়েছে। সংশ্লিষ্ট দপ্তর এই রাস্তাগুলি চলাচলের উপযোগী রাখার জন্য সারা বছরই কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, গত বাজেটে রাজ্যের প্রতিটি বিধানসভা ক্ষেত্রের বিভিন্ন রাস্তা জরুরি ভিত্তিতে সংস্কারের লক্ষ্যে বছরে ৩০ কোটি টাকা রাখা হয়েছে।