কেন্দ্রীয় বাজেটের বিরোধীতা করে আগরতলায় বিক্ষোভ মিছিল কংগ্রেস ও দলের অঙ্গ সংগঠনগুলির

আগরতলা, ২৬ জুলাই : কেন্দ্রীয় বাজেটের বিরোধীতা করে রাজধানী আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, যুব কংগ্রেস সহ দলের অন্যান্য অঙ্গ সংগঠন৷ বিক্ষোভ মিছিলের পাশাপাশি পুড়ানো হয়েছে বাজেটের কপি৷ অভিযোগ করা হয়েছে, এই কেন্দ্রীয় বাজেট জনস্বার্থ বিরোধী৷

শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়৷ মিছিলের নেতৃত্ব দেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী৷ মিছিলে কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে ব্যাপক আওয়াজ তুলেন কংগ্রেস কর্মী সমর্থকরা৷ পরে প্রস্তাবিত কেন্দ্রীয় বাজেটের কপি পুড়িয়ে বিক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা৷

প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা অভিযোগ করেছেন, এবারের কেন্দ্রীয় বাজেট সর্ব অংশের জনগণের স্বার্থ বিরোধী৷ অন্ধ্রপ্রদেশ এবং বিহারের মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য একতরফা বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে৷ সারা দেশের মানুষের স্বার্থে কোন কিছু করা হয়নি৷ শুধুমাত্র বিজেপি সরকার টিকিয়ে রাখতে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের সমর্থন অক্ষুন্ন রাখতে এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সন্তুষ্ট করেছে৷ ছাত্রছাত্রী থেকে শুরু করে বেকার যুবক যুবতীদের জন্য নেই কোন ইতিবাচক দিক৷ তাছাড়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোন দাওয়াই নেই৷ বরং জিএসটি বৃদ্ধি করার ফন্দি এঁটেছে এই বাজেটে৷ এদিকে, মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী বলেন, মহিলাদের স্বার্থ নিয়েও কোন কিছু নেই এবারের বাজেটে৷ মহিলাদের নিরাপত্তা এবং ক্ষমতায়ণ নিয়ে এই বাজেটে কোনও কিছু নেই৷ সবদিক বিচার বিবেচনা করে কংগ্রেস গোটা দেশেই এই বাজেটের বিরোধীতা করে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে জানান প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *