অনলাইন ডেস্ক, ১৬ মার্চ ।। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের মধ্যে খবর সংগ্রহ করতে গিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি চ্যানেল ফক্স নিউজের এক ফটোসাংবাদিক নিহত হয়েছেন।
মঙ্গলবার ফক্স নিউজের প্রধান নির্বাহী সুজান স্কট এক খোলা চিঠিতে ফটোসাংবাদিক পিয়েরে জাকরজেউস্কির নিহত হওয়ার কথা জানান।
তিনি বলেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সঙ্গে আমাদের প্রিয় ক্যামেরাম্যান পিয়েরে জাকরজেউস্কির মৃত্যুর খবর জানাচ্ছি। ইউক্রেনের কিয়েভ শহরের অদূরে হোরেঙ্কায় পিয়েরে নিহত হয়েছে।
পিয়েরে জাকরজেউস্কি গত ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে আছেন, সেখান থেকে নিয়মিত রিপোর্ট করছেন। আরেক সহকর্মী রিপোর্টার বেঞ্জামিন হলের ঘুরে ঘুরে খবর সংগ্রহ ও ছবি তুলছিলেন তিনি।
এর আগে ইউক্রেনে খবর সংগ্রহ করতে গিয়ে ফক্স নিউজের আরেক সাংবাদিক বেঞ্জামিন হল আহত হয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, ‘ফক্স নিউজের সাংবাদিক বেঞ্জামিন হলের সঙ্গে তিনিও একই গাড়িতে ছিলেন। ওই গাড়িটিতে পরে আগুন লাগে।’
সুজান স্কট বলেন, ‘জাকরজেউস্কি একজন প্রবীণ যুদ্ধ ফটোসাংবাদিক ছিলেন যিনি ইরাক থেকে আফগানিস্তান-সিরিয়া পর্যন্ত প্রায় প্রতিটি দেশে গিয়ে ফক্স নিউজের জন্য খবর সংগ্রহ করেছেন। খবর সংগ্রহের জন্য এমন কোনো কাজ ছিল না যার জন্য তিনি মাঠে ঝাঁপিয়ে পড়েননি। ফটোগ্রাফার, প্রকৌশলী, সম্পাদক এমনকি প্রযোজক হিসেবেও তিনি অসাধারণ দক্ষতার সঙ্গে প্রচণ্ড চাপের মধ্যে কাজ করে গেছেন।’
এদিকে, ফক্স নিউজের আহত সাংবাদিক বেঞ্জামিন হল ইউক্রেনের হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো বলেছেন, একই ঘটনায় ইউক্রেনের সাংবাদিক ওলেক্সান্দ্রা কুভশিনোভাও নিহত হয়েছেন।
যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা যে সহিংসতার মুখোমুখি হচ্ছেন তার নিন্দা জানিয়েছে প্রেস ফ্রিডম গ্রুপ।