আগরতলা, ১১ জুলাই : আবারও জিবি হাসপাতালে রোগীর নিকটাত্মীয়দের দ্বারা ডাক্তার নিগ্রহের গুরুতর অভিযোগ উঠেছে। এবারে অবশ্য কাঠগড়ায় শাসক দলের কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার জিবি হাসপাতালে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, রক্তচাপ এবং সুগারজনিত রোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোহনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ। হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থা তেমন কোন পরিবর্তন না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বৃহস্পতিবার ধীরেন্দ্র দেবনাথকে এক্সরে সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য পরামর্শ দেন।
সে অনুযায়ী ধীরেন্দ্র বাবুর পরিবার পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ধীরেন্দ্র বাবুকে এক্সরে কক্ষের সামনে নিয়ে যায়। তখন দীর্ঘ লাইনে অপেক্ষা করে ধীরেন্দ্র বাবু অসুস্থ হয়ে পড়েন।
এই অবস্থা দেখে ধীরেন্দ্র বাবুর ছেলে সহ পরিবারের অন্যান্য লোকজনেরা কর্তব্যরত চিকিৎসকদের ডেকে বলেন এক্সরে কক্ষের সামনে যাওয়ার জন্য। তখন চিকিৎসকরা জানিয়ে দেন রোগীকে তাদের কাছে নিয়ে আসার জন্য। তারা এক্সরে কক্ষের সামনে যেতে পারবে না। তখন চিকিৎসক এবং রোগীর পরিবারের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। একটা সময়ের পর উত্তেজিত রোগীর পরিবার চিকিৎসকদের উপর আক্রমণ করার চেষ্টা করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।