টি-টোয়েন্টি ও ওয়ানডের দুই স্কোয়াডেই আছেন ব্রেসওয়েল

অনলাইন ডেস্ক, ১৬ মার্চ ।। নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ১৬ সদস্যের স্কোয়াডে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল ও উইকেটরক্ষক-ব্যাটার ড্যান ক্লেভার।

আসন্ন আইপিএলের জন্য চার ম্যাচের এই সিরিজের জন্য দলের নিয়মিত ১২ মুখকে পাচ্ছে না কিউইরা। তার মধ্যে আছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামনও। তার পরিবর্তে ডাচদের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম।

নিয়মিত খেলোয়াড়দের না পাওয়ায় প্রথমবারের মতো দলে ডাক পেলেন ব্রেসওয়েল ও ক্লেভার। ব্রেসওয়েলের সামনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ‍সুযোগ আগেই এসেছিল। গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার সুযোগ হয়েছিল তার। কিন্তু প্রথম সন্তানের জন্মদানের জন্য আসতে পারেননি।

নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডের দুই স্কোয়াডেই আছেন ব্রেসওয়েল। ক্লেভার আছেন কেবল টি-টোয়েন্টি স্কোয়াডে।

২৫ মার্চ সিরিজের একমাত্র টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস। এরপর ২৯ মার্চ থেকে শুরু হবে দু’দলের তিন ওয়ানডে সিরিজ।

স্কোয়াড: টম লাথাম (অধিনায়ক), ডগ ব্রেসওয়েল, মিচেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ড্যান ক্লেভার (টি-টোয়েন্টি), কলিন ডি গ্রান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন (ওয়ানডে), স্কট কুগেলেইন (টি-টোয়েন্টি), হেনরি নিকোলস (ওয়ানডে), বেন সিয়ার্স (টি-টোয়েন্টি), ইশ সোধি, রস টেইলর (ওয়ানডে), ব্লেইর থিকনার, উইল ইয়ং।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *