অনলাইন ডেস্ক, ১৬ মার্চ ।। পুরো ম্যাচে ছড়ি ঘোরাল আয়াক্স। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়ল বেনফিকা। সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের শেষ আটও নিশ্চিত করল পর্তুগিজ দলটি।
শেষ ষোলোর ফিরতি লিগে ডারউইন নুনেজের একমাত্র গোলে আমস্টারডামে আয়াক্সকে ১-০ ব্যবধানে হারিয়েছে বেনফিকা। সেই সঙ্গে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল পর্তুগিজরা।
এর আগে লিসবনে ঘরের মাঠে প্রথম লেগে ডাচ জায়ান্টদের বিপক্ষে ২-২ গোলের রোমাঞ্চকর ড্র করেছিল তারা। ফিরতি লেগে বেনফিকাকে পুরো ম্যাচে সামলাতে হয়েছে নিজেদের রক্ষণভাগ।
কিন্তু ম্যাচ শেষে হেসেছে সফরকারীরাই। অ্যালেক্স গ্রিমালদোর ফ্রি-কিকে ৭৭তম মিনিটে বেনফিকাকে এগিয়ে দেন উরুগুইয়ান স্ট্রাইকার নুনেজ। তার আগে আয়াক্সের রক্ষণভাগে খুব কমই ভয় ধরাতে পেরেছিল তারা।
পুরো ম্যাচে দাপটের সঙ্গে খেলেছে আয়াক্স। শুরুতে সেবাস্তিয়ান হলার জালের দেখাও পেয়েছিলেন। কিন্তু ডুসান তাদিচ অফসাইড থাকায় সেই গোল বাতিল হয়।
ঘরের মাঠ আমস্টার অ্যারেনায় ৬৯ শতাংশ বল দখলে ছিল আয়াক্সের। তার মধ্যে তারা শট নিয়েছে ১৬টি। বিপরীতে বেনফিকার শট ৪টি। কিন্তু আমস্টারডাম থেকে জয় নিয়েই ফিরল পর্তুগিজরা।