অনলাইন ডেস্ক, ১৬ মার্চ ।। গত বছর ইউরো কাপে ম্যাচ চলাকালেই হৃদ্রোগে আক্রান্ত হওয়া ক্রিশ্চিয়ান এরিকসেন ডেনমার্ক জাতীয় দলে ফিরেছেন।
ফিনল্যান্ডের বিপক্ষে ইউরো কাপের ম্যাচে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাঠেই লুটে পড়েছিলেন এরিকসেন। মৃত্যুর দুয়ার থেকে ফেরা ৩০ বছর বয়সী এই প্লে-মেকারের বুকে আইসিডি বসানো হয়েছিল তখন।
তবে তাকে ছেড়ে দিয়েছিল ইতালিয়ান ক্লাব ইন্তার মিলান। জানুয়ারিতে তিনি যোগ দেন ব্রেন্টফোর্ডে।
সামনের আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে ডেনমার্ক। ২৬ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে তারা। নেদারল্যান্ডসের মাঠে খেলার তিন দিন পর ঘরের মাঠে খেলবে সার্বিয়ার বিপক্ষে।
এই ম্যাচ দুটির জন্য স্পেনে অনুশীলন করবে ডেনমার্ক দল। সেখানেই সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন এরিকসেন।