তেলিয়ামুড়া, ২৬ জুন : বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন ষাট বছর বয়সী বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার তেলিয়ামুড়ার করইলং শিশুবিহার ২ নং ওয়ার্ড এলাকায়। মৃতার নাম বাসনা দেবনাথ। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, করইলং শিশুবিহার ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা রাখাল দেবনাথের ষাট বছর বয়সী স্ত্রী বাসনা দেবনাথ মঙ্গলবার রাতে নিজ বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ায় ঘরের পেছনের বৈদ্যুতের তারে কি সমস্যা হয়েছে দেখার জন্য গেলে কোনভাবে বিদ্যুতের তারের সংস্পর্শে আসে এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে বাসনা দেবনাথকে নিজ ঘরের পেছনের অন্ধকারাচ্ছন্ন জায়গায় দেখতে পায় মাটিতে লুটিয়ে পড়ে আছেন। ঘটনার প্রত্যক্ষ করে উনার স্বামী কি হয়েছে দেখার জন্য এগিয়ে গেলে বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন তিনিও।
কিন্তু তিনি সাবধানতার সাথে বিদ্যুতের সংস্পর্শ থেকে বেরিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে মৃতদেহ ময়নাতদন্তের কথা শুনে পরিবারের লোকজন আপত্তি দেখালে হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ ছাড়তে নারাজ। ফলে মৃতার পরিবার পরিজন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনা সামাল দিতে পৌঁছায় পুলিশ। যদিও শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের চাপে পড়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজি হয় মৃতার পরিবার।