সাব্রুম, ১৮ জুন : পূর্ব ঘোষিত সূচি অনুযাায়ী মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম স্টেশন থেকে শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ সাব্রুম স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন একশ চল্লিশ জন যাত্রী নিয়ে ট্রেন যাত্রা শুরু করেছে৷ এদিন, সকাল থেকে ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে কয়েকশতাধিক লোকজন স্টেশন চত্বরে উপস্থিত ছিলেন৷ স্টেশন আধিকারীক সবুজ পতাকা নেড়ে ট্রেনের যাত্রা করেন৷
এখানে উল্লেখ করা যায়, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাব্রুম স্টেশন থেকে যাত্রা করবে সপ্তাহে চারদিন৷ মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার৷ অন্যদিকে শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনটি যাত্রা করবে মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাব্রুম পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় দক্ষিণ ত্রিপুরার যাত্রীদের জন্য অনেকটাই সহজ হয়ে গিয়েছে রেল সফর৷
প্রসঙ্গত, দক্ষিণ ত্রিপুরার সাব্রুম অদূর ভবিষ্যতে উত্তর পূর্বাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে৷ বাংলাদেশের সাথে যোগাযোগ সহজ হয়ে উঠেছে৷ মৈত্রী সেতু সহ সেখানে গড়ে তোলা হয়েছে ইন্টিগ্রেটেড চেকপোস্ট৷ সরাসরি বাংলাদেশের সাথে আমদানী রপ্তানী বাণিজ্য সম্প্রসারিত হবে৷