“পয়সার জন্য কাজ করি না”- অক্ষয় কুমার

অনলাইন ডেস্ক,১৫ মার্চ।। বলিউড অভিনেতা অক্ষয় কুমার, হিন্দি সিনেমা জগতে নিজের জায়গা শক্তপোক্ত করে নিয়েছেন। বলিউড জগতে খানের রাজত্ব চললেও অক্ষয় কুমারও পিছিয়ে নেই। তিনি একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তিনি ৯০ দশক থেকে ছবি শুরু করলেও এখনো পর্যন্ত তিনি কাজ করে চলেছেন।

তিনি রোমান্টিক ছবিও যেমন করেছেন, তেমনি অ্যাকশন ছবিও করেছেন। তা ছাড়াও তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। বলিউডের ফিটনেস অভিনেতা হিসেবে তাঁকে ধরা হয়ে থাকে। তবে বলিউডের এই জনপ্রিয় অভিনেতা কখনোই ছুটি বা বিশ্রাম নেন না। বলিউডের সব সময় তাঁকে দেখা যায়।

তিনি সিনেমা এখনো পর্যন্ত করছেন। যদিও অক্ষয় কুমার খুবই মজার মানুষ। সম্প্রতি ছবির প্রচার করার সময় তাঁকে এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি ছুটি কেন নেন না? তখন অভিনেতা জানান, আমি প্রতিদিন সকালে কাজে যাই। আসলে উনার বক্তব্য এটাই ছিল, প্রতিদিন কাজ করলে অনেকগুলি চলচ্চিত্রকে করা যায়।

তিনি বলেছেন, ‘ আমার কাছে সবকিছু রয়েছে। এমন কোন ব্যাপার নয় যে আমাকে কাজে বের হতেই হবে। আমার কাছে বাড়ি থেকে শুরু করে বিলাসবহুল গাড়ি সব কিছুই রয়েছে। আমার অর্থেরও কোন অভাব নেই। কিন্তু আমি মনে করি যাদের এখনও অর্থ উপার্জন করতে হয়, তারা কিভাবে করে! তাই আমি অর্থের জন্য নয়, আবেগের জন্য কাজ করি। কারণ আমি জানি, আমি কাজ করার ক্ষমতা বয়সের সাথে একদিন হারিয়ে ফেলবো। ‘

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *