ভোট গণনার পরপরই বিশালগড়ে অশান্তি, পিস্তল উঁচিয়ে খুনের চেষ্টা, ছয়জনের বিরুদ্ধে মামলা

বিশালগড়, ৫ জুন : মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা।লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা হতে না হতে যেন সক্রিয় হয়ে উঠলো দুষ্কৃতিকারীর দল। চারদিকে যখন থমথমে পরিস্থিতি তৎসময় সিপাহীজলা জেলার বিশালগড়ে ঘটে গেল এক রক্তক্ষয়ী সংঘর্ষ।

জানা গিয়েছে, একদল দুষ্কৃতিকারীর হাতে রক্তাক্ত হন বিশালগড় জাঙ্গালিয়া এলাকার যুবক প্রসেনজিৎ দেবনাথ। দুষ্কৃতিকারীদের অস্ত্রের আঘাতে যুবকের মাথা ফেটে গিয়েছে। এছাড়াও তার শরীরের একাধিক স্থান আঘাতপ্রাপ্ত হয়েছে। শরীর থেকেও প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় ‌।ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে ঘটনার খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে যান বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক। তিনি আক্রান্তের পরিবারের সাথে কথা বলে এবং ন্যায়বিচার পাইয়ে দেবার আশ্বাস দেয়। অভিযুক্তরা হলেন একই এলাকার বিশাল দাস, রতন দাস, আকাশ চক্রবর্তী, অজিত রায় রিপন রায় এনং বিক্রম দত্ত।

জানা গিয়েছে, প্রসেনজিৎ তার বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে পৌঁছামাত্রই একদল দুষ্কৃতিকারী তার পথ আগলে দাঁড়ায়। জানা গেছে অভিযুক্তদের প্রত্যেকের হাতে দা,লাঠি, রড এমনকি একটি পিস্তল ছিল। তাকে বাইক থেকে নামিয়ে প্রথমে এলোপাতাড়ি চড়, লাথি, ঘুষি এবং পরবর্তী সময়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথাতে আঘাত করে। তাতে ওই যুবকের মাথা ফেটে যায়। প্রসেনজিতের মাথা, হাত এবং পা প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়। এক সময় আক্রান্ত যুবকের মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্তরা এমনটাই অভিযোগ আক্রান্তের পরিবারের।

এদিকে প্রসেনজিতের চিৎকার চেঁচামেচি শুনে ঘটনা স্থলে পার্শ্ববর্তী জনগণ ছুটে গিয়ে তাকে রক্ষা করে। খবর দেওয়া হয় তার পরিবারে। খবর পেয়ে পরিবারের লোকজন তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। জানা গেছে, প্রসেনজিতের মাথায় বেশ কয়েকটি সেলাই লাগে। এছাড়াও তার একটি হাতও ভেঙ্গে যায়। আক্রান্ত যুবকের অভিযোগ, অভিযুক্তরা তাকে মেরে ফেলার পরিকল্পনায় সেখানে পূর্ব থেকে অপেক্ষা করছিল। কিন্তু জাতীয় সড়কের ওপর বলে তাকে খুন করার মত সাহস দেখায়নি। তবু তার মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তবে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তড়িঘড়ি তাকে হাঁপানিয়া হাসপাতাল রেফার করে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে খবর।

অন্যদিকে খবর পেয়ে সাথে সাথে বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে যান বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন। তিনি আক্রান্তের পরিবারের সাথে কথা বলে এবং ন্যায়বিচার পাইয়ে দেবার আশ্বাস দেয়। অভিযুক্তরা প্রসেনজিতের কাছ থেকে একটি মোবাইল সহ মোট ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে রাতের বেলায় বিশালগড় থানায় মোট ৬ জন অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত প্রসেনজিতের পরিবার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *