মাইলফলক গড়া জেরার্ড পিকেকে অভিনন্দন জানিয়েছেন তার বান্ধবী শাকিরা

অনলাইন ডেস্ক,১৫ মার্চ।। বার্সেলোনার হয়ে ৬০০তম ম্যাচ খেলার মাইলফলক গড়া জেরার্ড পিকেকে অভিনন্দন জানিয়েছেন তার বান্ধবী শাকিরা। কলম্বিয়ান এই গায়িকা ভূয়সী প্রশংসা করেছেন স্প্যানিশ ডিফেন্ডারের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন আবেগঘন বার্তা।

রবিবার রাতে ওসাসুনাকে ৪-০ গোলে হারায় বার্সেলোনা। এ ম্যাচেই ক্লাবটির জার্সিতে ৬০০তম ম্যাচ খেলার মাইলফলক গড়েন পিকে।

ইনস্টাগ্রামে পিকেকে অভিনন্দন জানিয়ে পোস্ট করে শাকিরা। লিখেন, ‘৬০০ ম্যাচ! আমার মনে হয় না আমি ৬০০ কনসার্ট করেছি। তোমার অর্জন অভূতপূর্ব।’

শাকিরা তার জীবনে পিকের প্রভাব নিয়ে হৃদয়গ্রাহী বার্তা লিখেছেন, ‘শুধু ঈশ্বরই জানেন, তুমি কি দিয়ে তৈরি। আমার জন্য, আমার সন্তানদের জন্য তুমি সংগ্রাম, অধ্যবসায় এবং আন্তরিকতার শ্রেষ্ঠ উদাহরণ।’

শাকিরা আলো লিখেন, ‘এই বছরগুলোতে আমি তোমার সাথে থেকে বুঝেছি যে তুমি পৃথিবীতে এসেছ দৃষ্টান্ত পরিবর্তন করতে। আমাদের আরো অনেক কিছু দেওয়ার আছে তোমার। সেটা ফুটবলে এবং তোমার জীবনের অন্যান্য অনেক ক্ষেত্রে।… তুমি একজন ব্যতিক্রমী মানুষ।’

পিকে এবং শাকিরা ২০১১ সাল থেকে একসঙ্গে থাকছেন।

 

 

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *