মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৯ এপ্রিল।। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের উদয়পুর ইংলিশ মিডিয়াম হাইয়ার সেকেন্ডারি স্কুলে ভোট দিয়ে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আগে বিপ্লব কুমার দেব উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ নিয়েছেন। শ্রী দেব বলেন, দায়িত্ব ও উদ্দেশ্য নিয়ে তিনি ভোট দিয়েছেন। তাঁর কথায়, আজ গণতন্ত্রের মহা উৎসব। দেশের অগ্রগতির জন্য নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি ভোট দিয়েছি। আমি বিশ্বাস করি যে আমাদের রাজ্যের মানুষও এই দৃষ্টিভঙ্গির সাথে সারিবদ্ধভাবে ভোট দিচ্ছেন।

ত্রিপুরাজুড়ে ভোটাররা উৎসবের মেজাজে ভোটে অংশগ্রহণ করতে বিপ্লব দেব সবাইকে আন্তরিকভাবে উৎসাহিত করেন। তিনি বলেন, আমাদের জাতিকে সংজ্ঞায়িত করে এমন গণতান্ত্রিক চেতনায় অবদান রাখবেন ভোটরারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *