নির্বাচনের প্রাক্কালে ঊনকোটি জেলায় বাম-কংগ্রেসে ব্যাপক ভাঙ্গন, স্ফীত হচ্ছে পদ্ম শিবির

কুমারঘাট, ১০ এপ্রিল।। লোকসভা ভোট দোরগোড়ায়। নির্বাচনের প্রাকমুহূর্তে দলবদলের হিড়িক ত্রিপুরায়। বিভিন্ন যোগদান সভায় বিরোধী দলের সঙ্গ ছেড়ে ভোটাররা যোগ দিচ্ছেন শাসক দল বিজেপিতে। দুদিনে ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভায় দুটি পৃথক পৃথক যোগদান সভায় শতাধিক ভোটার বাম-কংগ্রেসের শিবির ছেড়ে যোগ দিলেন বিজেপি দলে।

ফটিকরায়ের তারাপুরে সিপিআইএম রাধানগর অঞ্চল কমিটির সদস্য অজিত ধরের বাড়ীতে এক যোগদান সভার আয়োজন করে বিজেপির ফটিকরায় মণ্ডলের স্থানীয় বুথ কমিটি । সভায় অজিত ধর সহ বেশ কিছু ভোটার যোগ দিলেন বিজেপিতে। অন্যদিকে ফটিকরায়ের ইন্দিয়া কলোনিতে আরো একটি যোগদান সভায় ভোটাররা হাতে তুলে নিলেন পদ্ম পতাকা।

পৃথক সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন নরেন্দ্র মোদীর আমলে ডবল ইঞ্জিনের গতিতে উন্নয়ন চলছে দেশে যার সুফল পাচ্ছে ত্রিপুরাও। ত্রিপুরার মানুষ যা কখনো ভাবেনি সেই উন্নতমানের জাতীয় সড়ক নির্মাণ হয়েছে বিজেপির আমলেই।

মন্ত্রী বলেন মোদীর আমলেই দেশের বিভিন্ন রাজ্যে পৌঁছে গেছে রেল যোগাযোগ ব্যাবস্থা। এদিন বাম কংগ্রেসের সমালোচমায়ও মুখর হন মন্ত্রী। তিনি অভিযোগ করেন বিগত বাম সরকার মহিলাদের কথা বলে রাজনীতি করলেও মহিলাদের স্বার্থে কিছুই করেনি। বিজেপি আমলেই ত্রিপুরায় মহিলা পরিচালিত স্ব-সহায়ক দলকে স্বয়ংসম্পূর্ন করে তুলতে বেশি করে আর্থিক সহায়তা করেছে সরকার। যার সুফলে স্বয়ংসম্পূর্ন হয়ে উঠছেন রাজ্যের মহিলারা। তিনি বলেন মহিলারা স্বয়ংসম্পূর্ন হলেই একটি রাজ্য সেইসঙ্গে দেশের দ্রুত অগ্রগতি সম্ভব।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *