ডম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ চার জেলের মৃতদেহ উদ্ধার, এলাকাজুড়ে শোকের ছায়া

গন্ডাছড়া, ২৪ মার্চ।। ত্রিপুরার অন্যতম পর্যটনকেন্দ্র ডম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন চার জেলে৷ সকাল থেকে বিকাল পর্যন্ত তল্লাসি চালিয়ে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা চার জেলের মৃতদেহ উদ্ধার করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

জানা গিয়েছে, শনিবার বিকাল তিনটা নাগাদ জ্যোতিশ মল্লিক, সঞ্জিত নন্দী, প্রদীপ দাস এবং হরি দাস নামে চার জেলে ডম্বুর জলাশয়ে মাছ ধরার জন্য জাল নিয়ে যায়৷ জলাশয়ে জাল ফেলার পর রাত ঘনিয়ে আসতেই ঝড়-বৃষ্টি আসে৷ প্রচন্ড ঝড়ের মধ্যে নৌকা ছেড়ে ওই চার জেলে আশ্রয় নেয় কালচার ঘরে৷ কালচার ঘর মুলত তৈরী করা হয় ঝলাশয়ের উপরেই বিশেষ প্রযুক্তি ব্যবহার করে৷ প্রচন্ড ঝড়ের মধ্যে এই কালচার ঘরটি উল্টে যায় এবং ঘরের ভিতরেই জলের নীচে আটকা পড়ে যায় চার জেলে৷

রাত গিয়ে সকাল হয়৷ জেলের পরিবারের লোকজন সেখানে পৌঁছে৷ জেলেদের হদিশ না পেয়ে সাথে সাথেই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ প্রায় সাড়ে দশটা নাগাদ ফায়ার সার্ভিস এবং দূর‌্যোগ মোকাবিলার টিম সেখানে পৌঁছে৷ চলে উদ্ধার কার্য৷ দীর্ঘ চেষ্টার পর চার জেলের মৃতদেহ জলের নীচে থেকে উদ্ধার করা হয়৷ পরে মৃতদেহগুলি ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *